Misplaced Pages

User:মুফতি মুহাম্মদ মিজানুর রহমান

Article snapshot taken from Wikipedia with creative commons attribution-sharealike license. Give it a read and then ask your questions in the chat. We can research this topic together.



মুহাম্মাদ মিজানুর রহমান

জন্ম: ৮ ই সেপ্টেম্বর ১৯৯৮ জন্মস্থান: মধ্যে বাকাল,আগৈলঝাড়া বরিশাল। পেশা: লেখক, শিক্ষক, উদ্যোক্তা পরিচিতি: ‘উদ্যোক্তা মাইন্ডসেট’ বইয়ের লেখক


প্রাথমিক জীবন ও শিক্ষা

মিজানুর রহমান বাংলাদেশের আগৈলঝাড়া থানাধীন মধ্যে বাকাল নামক ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই লেখালেখিতে আগ্রহী ছিলেন এবং বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় আর্টিকেল লিখেছেন।

লেখাপড়ার শুরু হয়েছিল মায়ের হাত ধরে। এরপর প্রাথমিক পর্যায়ের শিক্ষা শেষে তৃতীয় শ্রেণীতে ঢাকার গুলশানের অন্তর্গত মধ্য বাড্ডার নুরিয়া মাদরাসায় ভর্তি হন এবং সেখানে কুরআনের হিফয সম্পন্ন করেন।

হিফয শেষ করার পর মোহাম্মদপুরের লালমাটিয়া মাদরাসায় ভর্তি হয়ে সেখানে উচ্চতর ইসলামী শিক্ষা গ্রহণ করেন এবং দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন।

এরপর মোহাম্মদীয়া হাউজিং লিমিটেডের নুরে হারামাইন জামিয়া ইসলামিয়া মাদরাসায় ইফতা (ইসলামী আইন ও ফতোয়া) কোর্স সম্পন্ন করেন, যা ইসলামী শিক্ষার পরিপূর্ণতা দান করেছে।


কর্মজীবন

মিজানুর রহমান একজন উদ্যোক্তা এবং শিক্ষক। তিনি একজন মাদ্রাসা শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পাশাপাশি তিনি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের ফাতাহ্ দম্মা কাসরা পদ্ধতিতে পড়াশোনায় সহায়তা করতেন।

তিনি ২০২৫ সালে ‘Entrepreneur Mindset’ উদ্যোক্তা মাইন্ডসেট বইটি প্রকাশ করেন, যা নতুন উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা হিসেবে কাজ করে। বইটি মিজানুর রহমান পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়। বইটির মূল লক্ষ্য হলো নতুন উদ্যোক্তাদের চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করা এবং অনলাইন ব্যবসার সফলতার কৌশল শিখানো।


উল্লেখযোগ্য কাজ

উদ্যোক্তা মাইন্ডসেট (২০২৫): নতুন উদ্যোক্তাদের জন্য লেখা একটি বই।

ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চাদের জন্য কুরআন কোর্স।

খতিব: মধ্যে বাকাল জামে মসজিদ।

মাইন্ড ট্রেনার: মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ( জীবনের আলো) আরশি নগর ঢাকা।



ব্যক্তিগত জীবন

মিজানুর রহমান একজন নিবেদিতপ্রাণ শিক্ষক এবং উদ্যোক্তা। তিনি লেখালেখি ও ব্যবসার মাধ্যমে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে চান।


গ্রন্থপঞ্জি

1. Entrepreneur Mindset – প্রথম সংস্করণ, জানুয়ারি ২০২৫ (প্রকাশক: মিজানুর রহমান পাবলিকেশনস)।




তথ্যসূত্র


বইয়ের প্রকাশনার লিঙ্ক :https://www.facebook.com/profile.php?id=61568960240951&mibextid=ZbWKwL

https://www.facebook.com/mijan.don.31

https://www.facebook.com/profile.php?id=61554961895448

https://www.facebook.com/Khaleduzzaman20